Advertisement
বিনোদন ডেস্ক : ‘দ্য জোয়া ফ্যাকটরের’ প্রমোশনে ব্যস্ত সোনম কাপুর। পরিচালক অভিষেক শর্মার এই সিনেমায় সোনম কাপুরের বিপরীতে রয়েছেন দক্ষিণী অভিনেতা ডালকার সালমান, সঞ্জয় কাপুররা। ‘দ্য জোয়া ফ্যাকটরের’ প্রমোশনে হাজির হয়ে মুম্বাইয়ের লালবাগচা রাজার আর্শিবাদও নিতে যান সোনম কাপুর।
‘দ্য জোয়া ফ্যাকটরের’ প্রমোশনের পাশাপাশি সম্প্রতি পাপারাতজির ক্যামেরায় ধরা পড়েন সোনম কাপুর। লাল রঙের পোশাকের সঙ্গে ওই সময় বলিউডের ‘ফ্যাশনিস্তার’ কাধে ছিল বাদামী রঙের একটি ব্যাগ।
রিপোর্টে প্রকাশ, সোনম কাপুরের কাধে বাদামী রঙের যে ব্যাগ ছিল, সেটি বোটেগা ভেনেতার। যার দাম কমপক্ষে ২ লক্ষ। কি চমকে গেলেন তো শুনে? প্রসঙ্গত, বোটেগা ভেনেতার একটি ছোট ব্যাগের দামই কমপক্ষে ১,৭৫,০০০-এর মতো। ৪ লক্ষ কিংবা তার বেশি দামেও এই ব্যাগ আপনি কিনতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।