‘ডেইলি মেইল’ জানিয়েছে, এই টয়লেটের নির্মাণে বুলেট প্রুফ কাঁচ ব্যবহৃত হয়েছে। সেই সঙ্গে ব্যবহার করা হয়েছে ৪০ হাজার ৮১৫টি হিরা। সব মিলিয়ে ৩৩৪.৬৮ ক্যারেট হিরা দিয়ে তৈরি এই মহার্ঘ টয়লেট।
‘করোনেট’-এর মালিক অ্যারন শুম অবশ্য জানাতে চাননি কেউ এই টয়লেটটি কিনছে কিনা। তিনি জানিয়েছেন, তার এই টয়লেট বিক্রি করার কোনো ইচ্ছে নেই।
‘ডেইলি মেইল’-কে তিনি জানিয়েছেন, ‘আমরা একটা হিরার শিল্প জাদুঘর বানাতে চাই, যাতে বহু মানুষ সেটি উপভোগ করতে পারেন।’
সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা এই সোনা ও হিরা বসানো টয়লেটের প্রশংসায় অনেকেই পঞ্চমুখ। আবার কারও মতে এটি ‘হাস্যকর’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।