আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসের মধ্যে ঘানার সোনার বাজার থেকে বিদেশিদের বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে সম্প্রতি এ তথ্য জানানো হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, পশ্চিম আফ্রিকার দেশটি ছোট খনির শ্রমিকদের কাছ থেকে সোনা ক্রয় সহজতর করে আয় বৃদ্ধি করতে চায় এবং চোরাচালান কমাতে চায়।
ঘানায় এত দিন স্থানীয় ও বিদেশি কোম্পানিগুলো রপ্তানি লাইসেন্স নিয়ে সোনা ছোট খনির শ্রমিকদের কাছ থেকে সোনা কিনতে পারত।
নতুন নিয়মে গোল্ডবড নামের একটি সরকারি সংস্থা ছোট খনির সোনা ক্রয়, বিক্রয় তদারকি করবে। এই সংস্থা পুরানো লাইসেন্সগুলোর বৈধতা স্থগিত করে দিয়েছে।
গত জানুয়ারিতে ঘানার অর্থমন্ত্রী ক্যাসিয়েল আতো ফরসন বলেছিলেন, গোল্ডবডের লক্ষ্য হলো সোনা বিক্রি থেকে ঘানাকে আরও বেশি লাভবান করা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।