Advertisement
জুমবাংলা ডেস্ক : সোনালী ব্যাংকের মুন্সীগঞ্জের সুখবাসপুর শাখার আট কর্মকর্তার ছয় জনেরই করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ কারণে সাময়িকভাবে ব্যাংকের শাখা ঘোষণা করা হয়েছে।
সোনালী ব্যাংকের সুখবাসপুর শাখার ব্যবস্থাপক জাকির হোসেন এজানান, একজন সিনিয়র অফিসার এবং পাঁচজন অফিসার অসুস্থ হলে তাদের নমুনা পরীক্ষার জন্য সোয়াব সংগ্রহ করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) তাদের সকলেই করোনা শনাক্ত হয়েছেন। তাই ছয় কর্মকর্তাকে ছুটি দেওয়া হয়েছে এবং এ কারণে মুন্সীগঞ্জের সিপাহিপাড়াস্থ সোনালী ব্যাংকের সুখবাসপুর শাখা রোববার থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।