আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ড্রোন হামলায় ইরানের ইরানের রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস্ ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাশেম সোলাইমানি নিহত হওয়ার ঘটনায় সারাবিশ্বে এখন তোলপাড় চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটায় স্পেশাল ফোর্স। যে কারণে আমেরিকার বিরুদ্ধে চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এই বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে ফুটবলেও। মধ্যপ্রাচ্যে উদ্ভুত পরিস্থিতির কারণে কাতারে শীতকালীন অনুশীলন ক্যাম্প করবে না যুক্তরাষ্ট্র ফুটবল দল
৫ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত কাতারে যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলের শীতকালীন অনুশীলন ক্যাম্প চলার কথা ছিল। কিন্তু সোলাইমানি হত্যার একদিন পর যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, ‘ওই অঞ্চলে উদ্ভূত পরিস্থিতি কারণে কাতারে ছেলেদের জাতীয় দলের নির্ধারিত শীতকালীন অনুশীলন ক্যাম্প স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ফুটবল। ১ ফেব্রুয়ারি কোস্টারিকার বিপক্ষে ম্যাচের প্রস্তুতির জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।’
২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। সেপ্টেম্বর থেকে বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, বিকল্প ব্যবস্থা হিসেবে ৬ জানুয়ারি থেকে ফ্লোরিডায় অনুশীলন ক্যাম্প করবে যুক্তরাষ্ট্র দল। ক্যালিফোর্নিয়ায় ১ ফেব্রুয়ারি কোস্টারিকার বিপক্ষে তাদের প্রীতি ম্যাচ রয়েছে। গত শুক্রবার ভোরে সোলাইমানির হত্যাকাণ্ড অনেক হিসাব নিকাশই পাল্টে দিচ্ছে। যার প্রভাব ক্রীড়াঙ্গনে স্পষ্ট। অনেকেই এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধের অশনি সংকেত হিসেবে দেখছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।