সোশ্যাল ইসলামী ব্যাংকের ৪টি উপশাখার উদ্বোধন

জুমবাংলা ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) সম্প্রতি চাঁদপুরে বাবুরহাট, ময়মনসিংহে ত্রিশাল, খুলনাতে ময়লাপোতা এবং সিরাজগঞ্জে হরিণা পিপুল বাড়ীয়া বাজারে চারটি উপশাখার কার্যক্রম শুরু করেছে।

ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান কার্যালয় হতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখাগুলোর উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তাজুল ইসলাম এবং আবু রেজা মোঃ ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মোঃ সিরাজুল হক ও মোঃ সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামান এবং ব্রাঞ্চেস কন্ট্রোল এন্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের- এর প্রধান সাইফ আল-আমীন।

Previous Article

বিয়ের প্রস্তাবে বিব্রত আমিশা

Next Article

গোবিন্দগঞ্জের আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার