আন্তর্জাতিক ডেস্ক : সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদির একটি আদালত। এ মামলায় আরও তিনজনকে ২৪ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (২৩ ডিসেম্বর) সৌদির একটি আদালত এ রায় দেয়।
সৌদি পাবলিক প্রসিকিউটর বলেছিলেন যে এটি একটি দুর্বৃত্ত অভিযানের ফলাফল। আর এ মামলায় ১১ জন নামহীন ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা হয়েছে।
এ মামলায় সৌদি রাজপরিবারের উপদেষ্টা সৌদ আল-কাহতানির বিরুদ্ধে তদন্ত হলেও তার কোনো সাজা হয়নি।
সৌদি সরকারের একজন বিশিষ্ট সমালোচক হিসেবে পরিচিত জামাল খাশোগি। গত বছরের ২ অক্টোবর তুরস্কের শহর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ভিতর থেকে নিখোঁজ হন তিনি। পরবর্তীতে জানা যায় সৌদি এজেন্টদের একটি দল তাকে হত্যা করে।
খাশোগি হত্যার বিষয়ে জাতিসংঘের এক বিশেষজ্ঞ দল এই হত্যাকাণ্ডকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন।
বিচার সম্পর্কে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, অনেক গোপনীয়তায় এই বিচার হয়েছে, যা আন্তর্জাতিক মান পূরণ করে না। তারা আরও বলে, বিচারে সৌদি কর্তৃপক্ষ অর্থবহ জবাবদিহি করতে বাঁধা দিয়েছে।
খাশোগি হত্যাকাণ্ডে সৌদি ক্রাউন প্রিন্স সালমানের বিরুদ্ধে অভিযোগ আনে তুরস্ক। কিন্তু তা অস্বীকার করে সালমান।
কিন্তু পরে হত্যাকাণ্ডের দায়ভার নেন সালমান। এ হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি বলেন, যেহেতু আমি ক্ষমতায় থাকা অবস্থায় এ হত্যাকাণ্ড হয়েছে সেহেতু এ দায়ভার আমার নেওয়া উচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।