সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল আজিজ বুধবার (২২ অক্টোবর) শেখ সালেহ বিন ফাওজান বিন আবদুল্লাহ আল ফাওজানকে নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগের আদেশ জারি করেছেন।
শেখ আল ফাওজান এখন সৌদি আরবের চতুর্থ গ্র্যান্ড মুফতি। তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখের মৃত্যুর পর, এবং একইসঙ্গে তিনি সিনিয়র আলেমদের কাউন্সিলের চেয়ারম্যান এবং ইসলামিক রিসার্চ ও ইফতার জেনারেল প্রেসিডেন্সির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন। তাকে মন্ত্রী সমমানের মর্যাদা প্রদান করা হয়েছে।
শেখ আল ফাওজান ১৯৩৫ সালে আশ-শিমাসিয়াহ কাসিমে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় বাবা-মা হারানোর পর স্থানীয় ইমাম শেখ হাম্মুদ বিন সুলেমান আল টিলালের তত্ত্বাবধানে কোরআন মুখস্থ করেন এবং প্রাথমিক শিক্ষা লাভ করেন।
স্নাতকোত্তর এরপর তিনি রিয়াদে কলেজ অব শারিয়া-তে পড়াশোনা চালিয়ে ১৯৬১ সালে ডিগ্রি অর্জন করেন। পরে তিনি একই প্রতিষ্ঠানে ফিকহে মাস্টার্স ও পিএইচডি করেন। তার গবেষণা কাজের বিষয়বস্তুতে অন্তর্ভুক্ত রয়েছে ইসলামী উত্তরাধিকার আইন এবং খাদ্য সংক্রান্ত শারিয়াহ নিয়মাবলী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।