আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে বেকারত্বের হার ২০২২ সালের তৃতীয় ত্রৈমাসিকে কিছুটা বেড়ে ৯ দশমিক ৯ শতাংশ হয়েছে। দ্বিতীয় ত্রৈমাসিকে এটি আরো ০ দশমিক ২ শতাংশ কম ছিল। বৃহস্পতিবার দেশটির পরিসংখ্যান কর্তৃপক্ষ জিএএসটিএটির এক ঘোষণা থেকে এ তথ্য জানা গেছে।
বর্তমান বেকারত্বের হার বৃদ্ধি পেলেও এখনো তা গত বছরের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
সেই সময় দেশটিতে বেকারত্বের হার ১১ দশমিক ৩ শতাংশে পৌঁছেছিল। এ ছাড়া সৌদি আরবের মোট জনসংখ্যার বেকারত্বের হারও ২০২২ সালের তৃতীয় ত্রৈমাসিকে ৫ দশমিক ৮ শতাংশে অপরিবর্তিত রয়েছে।
নতুন তথ্য অনুসারে, সৌদির ১৫ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে শ্রমশক্তিতে অংশগ্রহণও বৃদ্ধি পাচ্ছে। এই হার দ্বিতীয় ত্রৈমাসিকের ৪৮ শতাংশ থেকে বেড়ে তৃতীয় ত্রৈমাসিকে ৫০ দশমিক ১ শতাংশ হয়েছে।
জিএএসটিএটি অনুসারে, সৌদি নাগরিকদের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ০ দশমিক ৭ শতাংশ বেড়ে মোট ৫২ দশমিক ৫ শতাংশ হয়েছে। দেশটিতে কর্মসংস্থান-জনসংখ্যা অনুপাতও ৪৭ দশমিক ৫ শতাংশে উন্নীত হয়েছে।
এদিকে বেকার সৌদি নাগরিকদের ৯৩ দশমিক ৩ শতাংশ জানিয়েছেন, তারা বেসরকারি খাতে চাকরি গ্রহণ করবেন। সৌদি অতীতে দেখেছে যে নাগরিকরা সরকারি খাতে চাকরি পছন্দ করে, কিন্তু তেলবহির্ভূত চাকরি ক্ষেত্রে সাম্প্রতিক উন্নয়নগুলো দেশের যুবকদের জন্য আরো কর্মসংস্থানের বিকল্প প্রদান করেছে।
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটির নেতৃত্বে আসার পর থেকে উন্নয়নগুলো দেখা যাচ্ছে। তিনি ২০১৬ সালে দেশের অর্থনীতিকে বৈচিত্র্যময় করার লক্ষ্যে সৌদির উচ্চাভিলাষী ভিশন ২০৩০ পরিকল্পনা উন্মোচন করেছিলেন। যার একটি মূল লক্ষ্য হলো বিভিন্ন সেক্টরের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা। উদাহরণস্বরূপ, খুচরা খাত এবং পর্যটন খাতের সম্প্রসারণ ২০৩০ সালের মধ্যে সৌদি নাগরিকদের জন্য এক মিলিয়ন চাকরি তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
সূত্র : আল অ্যারাবিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।