
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান হোয়াইট হাউজে বৈঠকে বসেছেন। বৈঠকে দুই দেশের সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি, বিনিয়োগ এবং ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সৌদি আরব ফিলিস্তিন প্রশ্নে দ্বি-রাষ্ট্র সমাধানের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না বলে স্পষ্ট জানিয়েছে।
ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প যুবরাজ সালমানকে স্বাগত জানান এবং ছয়টি যুদ্ধবিমানের ফ্লাইওভার আয়োজন করা হয়। বৈঠক চলাকালীন ট্রাম্প সৌদিকে এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে নিশ্চিত করেন।
ট্রাম্প বৈঠক শেষে সাংবাদিকদের জানান, যুবরাজ সালমান জামাল খাশোগি হত্যাকাণ্ড সম্পর্কে কিছু জানতেন না। এছাড়া সৌদি আরবের যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রশংসা করেন ট্রাম্প এবং বিনিয়োগের পরিমাণ ১ লাখ কোটি ডলারে উন্নীত করার আহ্বানও জানান।
দুই দেশের মধ্যে আলোচনার মূল লক্ষ্য ছিল দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানো, পাশাপাশি মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক বিনিয়োগ পরিবেশ আরও শক্তিশালী করা।
ট্রাম্প বলেন, “সৌদি যুবরাজ আমার বহুদিনের ঘনিষ্ঠ বন্ধু। তিনি যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগে সম্মত হয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই। যেহেতু তিনি আমার বন্ধু, তাই বিনিয়োগকে ১ লাখ কোটি ডলারে উন্নীত করার অনুরোধ করবো।”
খাশোগি হত্যাকাণ্ড বিষয়ে ট্রাম্পের দাবি—ঘটনার সঙ্গে যুবরাজ সালমানের কোনো সম্পৃক্ততা ছিল না। সালমানও জানান, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেদিকে কঠোর নজর রাখা হয়েছে।
যুবরাজ বলেন, “যদি জামাল খাশোগি অন্যায়ভাবে কিংবা আইনভঙ্গ করে নিহত হয়ে থাকেন, তবে তা অত্যন্ত দুঃখজনক। সৌদি সরকার নির্ভুল তদন্তের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতে এমন ভুল আর না হয় তা নিশ্চিত করা হয়েছে।”
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে আব্রাহাম অ্যাকর্ডস নিয়ে আলোচনা হয়েছে কি না—প্রশ্নের জবাবে সালমান জানান, সৌদি আরব এই চুক্তিতে আগ্রহী, তবে আগে ফিলিস্তিনের জন্য দ্বি-রাষ্ট্র সমাধানের নিশ্চয়তা প্রয়োজন।
ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রি করবে। পাশাপাশি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি বিষয়ে বৈঠকে অগ্রগতি হয়েছে। এছাড়া মার্কিন এআই চিপ সৌদি আরবে বিক্রি নিয়েও আলোচনার কথা উল্লেখ করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



