আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান চলছে। গত এক সপ্তাহে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার অভিবাসীকে আটক করা হয়েছে। রেসিডেন্সি তথা বসবাসের আইন, শ্রম আইন ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ১৪ হাজার ৭৫০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ।
সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট (জাওয়াজাত), সৌদি আরবের বিভিন্ন নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সম্মিলিত অভিযানে এসব প্রবাসীকে আটক করা হয়।
গত ২৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় রেসিডেন্সি আইন অমান্য করায় ৮ হাজার ৬৮৪ জন, সীমান্ত আইন অমান্য করায় ৪ হাজার ২৮ জন ও শ্রম আইন ভঙ্গ করায় আরও ২ হাজার ৩৮ জন অভিবাসীকে আটক করা হয়।
এদিকে অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময় আটক করা হয়েছে আরও ২২৫ জনকে। এর মধ্যে ৩০ শতাংশ ইয়েমেনি, ৫৮ শতাংশ ইথিওপীয় ও ১২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
সৌদি আরব থেকে পালানোর সময় আটক করা হয় ৩৪ জনকে। এ ছাড়া সৌদি আরবে প্রবেশকারী অভিবাসীদের সীমান্ত পার হওয়া, পরিবহন ও আশ্রয় দিয়ে সাহায্য করায় আটক করা হয় আরও ২২ জনকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।