আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের তত্ত্বাবধায়নে দেশটির নানা ক্ষেত্রে আসছে নাটকীয় পরিবর্তন। তারই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো নিউজ রেডিও স্টেশন চালু করেছে সৌদি। বিশ্ব বেতার দিবস উপলক্ষে গত রোববার দেশটির প্রথম নিউজ রেডিও স্টেশন যাত্রা করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে গালফ নিউজ।
এ রেডিও স্টেশনটি সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন আল এখবারিয়ার রেডিও শাখা হিসেবে যাত্রা শুরু করেছে। সৌদি সম্প্রচার কর্তৃপক্ষ (এসবিএ) এই স্টেশনে জাতীয় সংবাদ প্রচারের ওপর জোর দেবে।
এ বিষয়ে এসবিএ প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিন ফাহদ বলেন, সৌদির সবক্ষেত্রে দ্রুতগতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এই রেডিও স্টেশন যাত্রা শুরু করছে। রাজনৈতিক, খেলাধুলা এবং অর্থনৈতিক ক্ষেত্রে নতুন তথ্যের চাহিদা পূরণ করার জন্য এই ধরনের সংবাদ ভিত্তিক স্টেশন প্রয়োজনীয় হয়ে উঠেছে।
জানা গেছে, আল এখবারিয়ার রেডিওটি নিউজ বুলেটিন, সংক্ষিপ্ত সংবাদ, বিতর্ক, বিশ্ব সংবাদ ও সৌদি জনগণের আগ্রহ আছে এমন বিভিন্ন বিষয়ই তুলে ধরবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।