আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে আট জন লেখক ও বুদ্ধিজীবীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে লন্ডনভিত্তিক সৌদি মানবাধিকার গ্রুপ এএলকিউএসটি। মুক্তভাবে মত প্রকাশের কারণে দুই বছর ধরে সৌদি রাজতন্ত্রের চলমান অভিযানের অংশ এই আটক। খবর আল জাজিরার।
গত সপ্তাহে রাজধানী রিয়াদ ও দেশটির লোহিত সাগর উপকূলের বন্দরনগরী জেদ্দা থেকে এসব ব্যক্তিকে আটক করা হয়। সাধারণ পোশাক পরিহিত একদল পুলিশ তাদের আটক করে। তারপর থেকে আর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
তবে সৌদি সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।