ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬ ওভার শেষে ১৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ দলের ওপেনিং জুটি। তামিম ইকবাল ও সৌম্য সরকার দুইজনই হাফসেঞ্চুরী করেছেন।
তবে, ২৬ ওভার চলাকালীন রোস্টন চেজের শেষ বলে ভূল শটে ডেরেন ব্রাভোর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজ ঘরে ফেলেন ৬৮ বলে ৭৩ রান করা সৌম্য সরকার।
৯৫ বলে ৬৬ রানের তামিম এবং ৬ বলে ৬ রানে ব্যাট করছেন সাকিব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত খবর ২৯ ওভার শেষে ১ উইকেটে টাইগাদের সংগ্রহ ১৬০ রান। জয়ে জন্য তাদের লাগবে ২১ ওভারে ১০১ রান।
এদিন, টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপের সেঞ্চুরির ওপর ভর করে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৬১ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে জয়ের জন্য মাশরাফি বিন মর্তুজার দলকে করতে হবে ২৬২ রান।
উদ্বোধনী জুটিতে শাই হোপ ও সুনিল অ্যামব্রিজ যোগ করেন ৮৯ রান। অ্যামব্রিজ ৫০ বলে ৩৮ রান করে ফিরলেও সেঞ্চুরি নিয়ে মাঠ ছাড়েন শাই হোপ। তার ১০৯ রানের ইনিংসে ছিল ১১টি চার ও একটি ছক্কার মার।
তবে শুরুটা খারাপ করলেও মাঝের সময়ে টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে ক্যারিবীয়দের মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ক্রিজে দাঁড়াতে পারেনি। এ সময় কেবল রোস্টন চেজের ব্যাট থেকে আসে ৫১ রান। বাকিরা বলার মতো কোনো রান পাননি।
বাংলাদেশের পক্ষে উইকেট একটি করে পেলেও দুর্দান্ত বোলিং করেছেন সাকিব ও মিরাজ। তবে ১০ ওভারে ৪৯ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে টাইগারদের সেরা বলার মাশরাফি। এছাড়া, দুটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।