৪৭ বছর আগে পৃথিবী ছেড়েছিল নাসার নভোযান ভয়েজার–১। সৌরজগতের বাইরে পাড়ি জমানো এই নভোযানের সঙ্গে বহুদিন পৃথিবীর যোগাযোগ ঠিকঠাকই ছিল। তবে ২০২৩ সালের শেষদিকে এসে হঠাৎ যোগাযোগ একরকমের বন্ধ হয়ে যায়।
অনেক চেষ্টা করে ভয়েজার–১-এর সাথে অর্থপূর্ণ যোগাযোগ করতে পারছিলেন না বিজ্ঞানীরা। অবশেষে বার্তা এলো হারিয়ে যায়নি ভয়েজার–১, এখনও কর্মক্ষমই রয়েছে।
এই মহাকাশযানই পৃথিবী থেকে মহাকাশে পাঠানো দূরতম বস্তু। কিন্তু গত বছরের নভেম্বর থেকে সেই অর্থে সাড়া দিচ্ছিল না ভয়েজার। পাঠাচ্ছিল অর্থহীন তথ্য। তবে পৃথিবী থেকে পাঠানো সংকেত ‘রিসিভ’ করছিল যানটি।
সমস্যার কারণ খুঁজতে নেমে বিজ্ঞানীরা আবিষ্কার করেন একটি চিপে ছিল ত্রুটি। সেটি সারাতেই ৪৬ বছরের পুরোনো কম্পিউটার সিস্টেমটি এখনও যে কাজ করতে সক্ষম তা বোঝা গেল। নাসা বলছে, ভয়েজার ১ মহাকাশযান অর্থপূর্ণ তথ্য পাঠানো শুরু করেছে। এবার আশা, বৈজ্ঞানিক তথ্যও সে পাঠাতে শুরু করবে।
মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা, ইরান সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল
প্রসঙ্গত, ভয়েজার-১-এর পাঁচ বছর পর ভয়েজার-২ যাত্রা করে মহাকাশে। ২০১৮ সালে সেটিও সৌরজগতের বাইরে চলে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।