স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় অসুস্থ। বুকে ব্যথা অনুভব করার পর তাকে ভর্তি করা হয়েছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।
এরপর সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় তার দ্রুত আরোগ্যের পোস্ট। হার্ট অ্যাটাকের খবর শুনে চুপ করে থাকতে পারেননি সৌরভের সাবেক ‘প্রেমিকা’ দক্ষিণী অভিনেত্রী নাগমা।
শনিবার (০২ ডিসেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরই নাগমা টুইট করেন।
তিনি লেখেন, ‘দ্রুত আরোগ্য কামনা করছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। অনেক প্রার্থনা রইল।’
Wishing you a speedy recovery @SGanguly99 . Get well Soon . Much prayers .
— Nagma (@nagma_morarji) January 2, 2021
২০০০ সালে দক্ষিণী অভিনেত্রী নাগমা আর ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। সেই সময় ক্যারিয়ারের তুঙ্গে থাকা সৌরভ বা নাগমা কেউ অবশ্য সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোথাও কিছু বলেননি। ফলে রহস্য দানা বাধে আরও বেশি। সাধারণ ক্রিকেটপ্রেমীদের কৌতুহলের শেষ নেই। প্রশ্ন একটাই, সত্যি কি সৌরভ গঙ্গোপাধ্যায় ও নাগমার মধ্যে কোনও সম্পর্ক ছিল? তার বেশ কিছু দিন পর গত বছর নীরবতা ভেঙেছিলেন নাগমা।
তিনি বলেন, ‘সব কিছুর ঊর্ধ্বে কেরিয়ারের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তাই কিছু ব্যাপার থেকে সরে আসার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল। একসঙ্গে থাকার চেয়ে এবং একটা আবেগের সফরে নামার আগে অনেক কিছুর তুল্যমূল্য বিচার করার প্রয়োজন ছিল।’ কিন্তু এবার কোনও রাখঢাক না করে সৌরভের আরোগ্য কামনায় টুইট করলেন নাগমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।