Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : চীনের সীমান্ত ছাড়িয়ে বিশ্বব্যপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। তারই জের ধরে এবার স্টকল্যান্ডে হানা দিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। করোনাভাইরাস আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি ইতালি সফর করেছিলেন বলে দেশটির সরকার জানিয়েছে।
এ ব্যাপারে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্কটল্যান্ডের টায়সাইড অঞ্চল থেকে আসা ওই ব্যক্তির শরীরে করোনা ধরা পড়েছে। তিনি বর্তমানে হাসপাতালের আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আসার পর তিনি যাদের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
স্কটল্যান্ডের প্রধান মেডিকেল অফিসার ড. ক্যাথরিন ক্যালডারউড বলেন, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা মোকাবিলায় আমরা প্রস্তুত। চীনের উহানে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি।
উল্লেখ্য, বিশ্বব্যাপী এ ভাইরাসে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



