জুমবাংলা ডেস্ক : স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে রেস্টুরেন্ট আড্ডা মারছিল এমন সময় ৪ কপোত-কপোতীকে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সোমবার (৯ মার্চ) দুপুরে ফেনীর দাগনভূঞা বাজারের আতার্তুক স্কুল মার্কেটের ৩য় তলায় এই ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও মো. রবিউল হাসান রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রবিউল হাসান দাগনভূঞা বাজারের আতার্তুক স্কুল মার্কেটের তয় তলার একটি রেস্টুরেন্টে অভিযান চালান। এসময় রেস্টুরেন্টে থাকা স্থানীয় একটি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির চার কপোত-কপোতীকে আটক করে অভিভাবক ও সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষকে খবর দেন। পরে আটক চার কপোত-কপোতী অসামাজিক কর্মকাণ্ড করবে না বলে মুচলেখা দিলে তাদের অভিভাকদের হাতে তুলে দেওয়া হয়।
ইউএনও মো. রবিউল হাসান জানান, দীর্ঘদিন যাবত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে আড্ডা মারছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। এবিষয়ে হোটেল এবং রেস্টুরেন্টকে আগেই সর্তক করা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।