রংপুর প্রতিনিধি: চলন্ত বাসের নিচে ফেলে দিয়ে স্কুলছাত্র আব্দুর রশীদ হত্যা মামলার এজাহারভূক্ত আরেক আসামিকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
রবিবার ভোরে পঞ্চগড় থানা পুলিশের সহযোগিতায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার পুলিশ পঞ্চগড়েরর সুগার মিল এলাকার একটি বাড়ি থেকে আসামি মন্টিকে (১৯) গ্রেফতার করে।
মন্টিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গোয়েন্দা) আলতাফ হোসেন জানান, মিন্টকে পঞ্চগড় সুগারমিল এলাকা থেকে রবিবার ভোরে গ্রেফতার করা হয়েছে। সে এই মামলার এজাহারভূক্ত আসামি। গত বৃহস্পতিবার রাতে নগরির টেক্সটাইল মোড়ে সন্ত্রাসী মোজাফ্ধসঢ়;ফর ও তার সহযোগীরা রংপুর সাইনিং স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র রশীদকে কুপিয়ে চলন্ত বাসের নিচে ফেলে দিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত রশীদের পিতা শহিদার রহমান বাদী হয়ে নগরীর কোতয়ালী থানায় একটি মামলা করে।
অতিরিক্ত উপ-কমিশনার আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের সকলকেই গ্রেফতার করা হবে। গ্রেফতারকৃত মন্টির বিরুদ্ধে কোতয়ালী থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
এর আগে র্যাব এই হত্যা মামলার অপর আসামি আলআমিন সরদার বাবুকে শনিবার নগরীর সাতগাড়া এলাকা থেকে গ্রেফতার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।