স্টারলিং: দুর্গম অঞ্চলে ইন্টারনেট সমস্যার উপযুক্ত সমাধান?

স্টারলিং

শহরে অঞ্চল থেকে বা উন্নত সভ্যতা থেকে দূরের এলাকা বা গ্রামাঞ্চলে ইন্টারনেট সেবা বেশ দুর্বল মানের। সেখানে সন্তোষজনক ইন্টারনেট সেবা পৌঁছে দিতে স্টারলিং নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এ স্যাটেলাইট ইন্টারনেট সেবা এক্ষেত্রে চমৎকার ভূমিকা পালন করতে পারে।

স্টারলিং

৪২ হাজার স্যাটেলাইটের মাধ্যমে পুরো পৃথিবীকে স্টারলিং ইন্টারনেটের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করেছে। স্টারলিং ইন্টারনেটের দুইটি উল্লেখযোগ্য সুবিধা রয়েছে। তথ্য আদান-প্রদানের মাঝখানের সময় কমে যাবে বা এ লেটেন্সির পরিমাণ কম থাকবে

আমাদের দেশে ভালো মানের কেবল নেটওয়ার্কের ক্ষেত্রে লেটেন্সি ৪০ থেকে ৬০ MS দেখা যায়। স্টারলিং এর ক্ষেত্রে তা আরো কমে আসবে। আর দুর্গম অঞ্চলে উন্নত মানের ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার যে চ্যালেঞ্জ তার সমাধান হবে।

দুর্গম অঞ্চলে অপটিক্যাল ফাইবার কানেকশনের মাধ্যমে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া সম্ভব হয় না। কারণ এটি বেশ ব্যয়বহুল এবং ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা কষ্টসাধ্য। তাছাড়া নিয়মিত রক্ষণাবেক্ষণ করা বেশ কঠিন।

স্টারলিং এর পূর্বে মাইক্রোসফট স্যাটেলাইট ইন্টারনেট প্রজেক্ট নিয়ে চেষ্টা করেছিল তবে তা ব্যর্থ হয়েছে। এটি ৯০ দশকের কথা। স্যাটেলাইট ইন্টারনেটের একটি চ্যালেঞ্জ হলো এটি বেশি ব্যয়বহুল হয়ে থাকে।

কেননা পৃথিবী থেকে স্যাটেলাইটকে অনেক দূরে পাঠাতে হয় যেনো বেশি স্থান কভার করতে পারে। এতে করে রিসিভারের সিগনাল হতে হয় বেশ শক্তিশালী। কিন্তু স্যাটেলাইটের অবস্থান বেশি দূরে হলে লাইভ কল বা গেমিং এর ক্ষেত্রে লেটেন্সি বেড়ে যেতে পারে।

লো আর্থ স্যাটেলাইটের মাধ্যমে স্টারলিং ইন্টারনেট সেবা দিয়ে থাকবে। ২০২৫ সালের মধ্যে ১২ হাজার স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। পরবর্তীতে এই সংখ্যা ৪২ হাজারে নিয়ে যাওয়া হবে।

এভাবে পুরো পৃথিবী স্টারলিং এর স্যাটেলাইটের আওতায় চলে আসবে এবং উন্নত মানের ইন্টারনেট সেবা সম্ভব হবে। আপনি যেন নিরবিচ্ছন্ন ইন্টারনেট হিসেবে পেতে পারেন সেজন্য একটি স্যাটেলাইট থেকে আপনার কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেল তৎক্ষণাৎ অন্য একটি স্যাটেলাইটের সাথে আপনার ডিভাইস কানেক্টেড হয়ে যাবে। এতে করে ইন্টারনেট বিচ্ছিন্ন হবে না।