জুমবাংলা ডেস্ক : বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে সেবা চালুর জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে লাইসেন্সের আবেদন করেছে।
বিটিআরসিতে লাইসেন্স আবেদন
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিটিআরসি চেয়ারম্যান মো. এমদাদ উল বারী জানান, স্টারলিংক গত সপ্তাহে লাইসেন্সের জন্য আবেদন করেছে। তিনি বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই প্রতিষ্ঠানটিকে লাইসেন্স প্রদান করা হবে।
বিডা অনুমোদন পেয়েছে স্টারলিংক
এর আগে, ২৯ মার্চ স্টারলিংক বাংলাদেশে কার্যক্রম শুরু করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুমোদন পায়। এখন শুধুমাত্র বিটিআরসির লাইসেন্স পেলেই বাংলাদেশে সেবা চালু করতে পারবে স্টারলিংক।
এনজিএসও নীতিমালার আওতায় লাইসেন্স
২৫ মার্চ প্রণীত নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) নীতিমালার আওতায় অনুমোদন পেলে স্টারলিংক হবে এই নীতিমালায় লাইসেন্স পাওয়া প্রথম প্রতিষ্ঠান।
সম্ভাব্য গ্রাহক ও গতি
প্রাথমিকভাবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বড় কোম্পানি এবং ই-কমার্স ও ডিজিটাল ব্যবসায় প্রতিষ্ঠানগুলো স্টারলিংক-এর গ্রাহক হতে পারে। প্রতিষ্ঠানটি ছোট উপগ্রহের একটি অ্যারের মাধ্যমে প্রতি সেকেন্ডে ১৫০ এমবিপিএস গতি সম্পন্ন ইন্টারনেট সেবা দেয়। বর্তমানে বাংলাদেশে ইন্টারনেটের সর্বোচ্চ গতি প্রায় ২৫ এমবিপিএস, যেখানে বিশ্বের ১০৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯০তম।
স্টারলিংক ইতোমধ্যে বিডার অনুমোদন পেয়েছে এবং বর্তমানে বিটিআরসির লাইসেন্স প্রক্রিয়াধীন। লাইসেন্স পেলে স্টারলিংক বাংলাদেশে এনজিএসও নীতিমালার আওতায় স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে পারবে। উচ্চগতির ইন্টারনেট সুবিধা দিয়ে স্টারলিংক দেশের ব্যাংকিং ও ডিজিটাল খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।