ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো যাত্রী যদি স্টেশনে কার্ড স্ক্যান করে ভিতরে প্রবেশ করে কিন্তু মেট্রোরেলে যাত্রা শুরু না করে বের হয়ে আসে, তবে তাদের থেকে ১০০ টাকা জরিমানা কাটা হবে। এর আগে, স্টেশনের ভিতরে প্রবেশের পাঁচ মিনিটের মধ্যে বের হলে কোনো ভাড়া নেওয়া হতো না। নতুন নিয়মে সেই সুযোগ আর থাকছে না। নিয়মটি ২০ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। মেট্রোরেল স্টেশনগুলোতেও নোটিশ টাঙানো হয়েছে।
কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এখন থেকে স্টেশনের ভিতরে প্রবেশ করে বিনা ভাড়ায় বের হওয়া যাবে না। এই নিয়ম গতকাল থেকে কার্যকর হয়েছে।’
ঢাকা মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, নতুন নিয়মের বিস্তারিত তিনি এখনও জানেন না। তবে মেট্রোরেলের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি তিনি উল্লেখ করেছেন।
ডিএমটিসিএলের নোটিশে বলা হয়েছে, ‘সম্মানিত যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট বন্ধ করা হয়েছে। একই স্টেশনে প্রবেশের পর বের হলে ১০০ টাকা ভাড়া কাটা হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।