স্ট্রিং থিওরি কী? এ তত্ত্বকে কেন ’Theory of Everything’ বলা হয়?

স্ট্রি থিওরি হলো একটিমাত্র সমীকরণ, যা মহাবিশ্বের সব সূত্রকে সংক্ষেপিত করতে পারে। আইনস্টাইন তাঁর জীবনের ৩০ বছর ছুটেছিলেন থিওরি অব এভরিথিংয়ের পেছনে। তিনি এমন একটি সমীকরণ আশা করতেন, যার দৈর্ঘ্য ১ ইঞ্চির চেয়ে বড় হবে না। আর এই সমীকরণের মাধ্যমে তিনি ঈশ্বরের মন বুঝতে চেয়েছিলেন।

আমাদের কাছে মহাবিশ্বের দুটি অসাধারণ তত্ত্ব আছে। এর একটি কোয়ান্টাম তত্ত্ব, যেটা খুব ছোট পরিসরে কাজ করে। এর মাধ্যমে আমরা পারমাণবিক বোমা, স্মার্টফোন, কম্পিউটারসহ ইন্টারনেট পেয়েছি। এটি খুব ছোট কণাদের তত্ত্ব। আরেকটি তত্ত্ব বড় পরিসর নিয়ে কাজ করে। সেটি সাধারণ আপেক্ষিকতা, বা আইনস্টাইনের মহাকর্ষতত্ত্ব। এটি গ্রহ, নক্ষত্র কৃষ্ণগহ্বর, মহাবিস্ফোরণ নিয়ে কাজ করে। কিন্তু এ দুটি তত্ত্ব একজন আরেকজনকে পছন্দ করে না। এটা অদ্ভুত একটা ব্যাপার।

আমাদের ধারণা, এমন একটি তত্ত্ব থাকতে পারে, যা কোয়ান্টাম তত্ত্ব এবং আপেক্ষিকতা তত্ত্বকে একসূত্রে গাঁথতে পারবে। মহাবিশ্বে এত কণা দেখা যায় কেন? আমরা এ পর্যন্ত ইলেকট্রন, নিউট্রন, নিউট্রিনোসহ আরও অনেক কণা পেয়েছি। কয়েক বিলিয়ন ডলার খরচ করে আমরা পরমাণু ত্বরকযন্ত্র বানিয়েছি আরও কণা আবিষ্কারের জন্য। স্ট্যান্ডার্ড মডেলে ৩৬টি কোয়ার্ক এবং ১৭টি মুক্ত প্যারামিটার আছে। আমাদের ধারণা, এসব অতিপারমাণবিক কণারা গানের স্বরলিপির মতো। অর্থাৎ অতিক্ষুদ্র কম্পনশীল স্ট্রিং বা তারের ওপরের মিউজিক্যাল নোট।

তাহলে পদার্থবিজ্ঞান কী? পদার্থবিজ্ঞান হলো ঐকতান বা সুরেলা ধ্বনি। অতিক্ষুদ্র কম্পিত তারের ঐকতানের সূত্রগুলো হলো পদার্থবিজ্ঞান। তাহলে রসায়ন কী? রসায়ন হলো মেলোডি। তারগুলো একটার ওপর আরেকটা যখন ধাক্কা খায় তখন আপনি মেলোডি বাজাতে পারবেন। এভাবে অণু গঠিত হয়। আর মহাবিশ্ব কী? মহাবিশ্ব হলো সিম্ফোনি, তারগুলোর সিম্ফোনি। তাহলে ঈশ্বরের মন কী? ঈশ্বরের মন হলো ১১ মাত্রার হাইপার স্পেসের মধ্যে অনুরণন হওয়া মহাজাগতিক সংগীত।

বস্তু কী? গ্রহ, নক্ষত্র ও ছায়াপথের অস্তিত্ব আছে কেন? প্রাণ বা ডিএনএ থাকার কারণ কী? এর কারণ সংগীত ছাড়া আর কিছুই নয়। ইলেকট্রন, নিউট্রিনো, প্রোটন, ডিএনএ, নক্ষত্র এবং ছায়াপথের অস্তিত্ব ব্যাখ্যা করার জন্য এই সংগীতই যথেষ্ট। একইভাবে মহাবিশ্বের ক্ষেত্রেও আছে এই সংগীত। এটাই হলো স্ট্রিং থিওরি। সে কারণেই স্ট্রিং থিওরিকে থিওরি অব এভরিথিং বা সার্বিক তত্ত্ব হিসেবে বিবেচনা করা হয়। এই তত্ত্ব ব্যাখ্যা করে যে, আমরা কম্পিত স্ট্রিং বা তারের ওপরের স্বরলিপি এবং তার ওপর চমৎকারভাবে বেজে চলা মেলোডি ছাড়া আর কিছুই নই।

Previous Article

শেখ হাসিনার বিবৃতিটি ভুয়া : জয়

Next Article

অবস্থার পরিবর্তনে সবার এগিয়ে আসতে হবে: শবনম ফারিয়া