আন্তর্জাতিক ডেস্ক : গর্ভবতী হওয়ার সংবাদ দেওয়ার জেরে স্ত্রীকে গলায় ব্লেড চালিয়ে হত্যা করেছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ব্রাজিলের সাও পাওলোতে। ব্রাজিল পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ২১ বছরের মার্সেলো আরাউজো নামে অভিযুক্ত স্বামী স্বীকার করেছেন, রাগের মাথায় মিলনের সময়ই স্ত্রীকে হত্যা করেছেন।
মার্সেলো পুলিশকে আরো জানিয়েছেন, তৃতীয় বার তার স্ত্রীর গর্ভবতী হওয়ার খবর জানালে তিনি রেগে গিয়ে ওই কাণ্ড ঘটান।
পুলিশ জানিয়েছে, মার্সেলোর স্ত্রীর নাম ফ্রান্সিন ডোস সান্টোস। এরই মধ্যে ওই দম্পতির এক ছেলে ও এক মেয়ে আছে। সে কারণে তৃতীয়বার স্ত্রী গর্ভবতী হওয়ার খবর শোনাতেই ফ্রান্সিনকে খুন করেন মার্সেলো।
জিজ্ঞাসাবাদে মার্সেলো দাবি করেছেন, তিনি আর কোনো সন্তান চাইতেন না। কারণ বাচ্চা জন্ম দেওয়ার জন্য স্ত্রী’কে দীর্ঘ সময় ধরে ব্যস্ত রাখতে চাননি তিনি।
তাছাড়া তৃতীয় সন্তান নিলে অর্থনৈতিক ভাবেও তিনি দুর্বল হয়ে পড়তেন বলে পুলিশের কাছে দাবি করেছেন।
ঘটনার পর অভিযুক্ত মার্সেলোকে সাও পাওলোতে নিজের পৈতৃক বাড়ি থেকে হাতের কব্জি কাটা ও ঘাড়েও আঘাত লাগা অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করার চেষ্টা করছিলেন।
পুলিশের গোয়েন্দারা জানিয়েছে, গত বছরের ২২ ডিসেম্বর মার্সেলো ক্রিসমাসের ডিনারের প্ল্যানিং করছিলেন, কিন্তু গর্ভধারণের খবর নিয়ে পরিস্থিতি বিগড়ে যায়। আর তারপর তারা দুজন বেডরুমে চলে যান। সেখানেই বিশেষ মুহূর্তে নিজের স্ত্রী’কে খুন করেন মার্সেলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।