
আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিনের দাম্পত্য জীবন। সন্তান হচ্ছে না বলে প্রায়ই ঝগড়া হতো তাদের মধ্যে। একপর্যায়ে বর্ষবরণের রাতে মদ্যপ অবস্থায় নিজের গোপনাঙ্গ কাটলেন স্বামী। ঘটনাটি ঘটেছে ভারতের চেন্নাইয়ের নিউ ওয়াসারমেনপেটে।
পুলিশ বলছে, বাবু বেশ কয়েক বছর আগে বিয়ে করেন দেবীকে। কিন্তু বিয়ের পর দীর্ঘ সময় ধরে তাদের কোনো সন্তান না হওয়ায় ওই দম্পতির মধ্যে নিত্যদিন অশান্তি লেগে থাকত। এজন্য স্বামীকে বেশ অপচ্ছন্দ করতেন দেবী। একপর্যায়ে বাবুর কাছ থেকে বিবাহ বিচ্ছেদের কথা জানিয়ে ঘটনার চার দিন আগে বাপের বাড়ি চলে যায়।
পরে বর্ষবরণের দিন দেবী বাড়ি ফিরে এসে স্বামীকে মদ্যপ অবস্থায় দেখেন। তা দেখে ফের বিবাহ বিচ্ছেদের কথা বলে মঙ্গলবার রাতে বাপের বাড়ি চলে যান।
এই অপমান সহ্য করতে পারেনি স্বামী। অভিমানে নিজের গোপনাঙ্গ কেটে ফেলেন। চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।