স্ত্রীর লাশ বিছানায়, স্বামীর লাশ ঝুলছিল ফ্যানে

জুমবাংলা ডেস্ক : ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার একটি বাসা থেকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত সাইদুল মন্ডল (৩০) নওগাঁ জেলা মান্ডা থানার চক কেশব মন্ডলপাড়া এলাকার সামাদ মন্ডলের ছেলে। তিনি সৌদী প্রবাসি। চলতি মাসের ৩ তারিখে দেশে ফেরেন। তার স্ত্রী মৃত শাহনাজ পারভিন ববি (২৩) একই থানার মানিহরপুর এলাকার মাজেদ পরামানিকের মেয়ে। তিনি আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, প্রতিবেশীরা সকাল থেকে ওই দম্পতির সাড়া না পেয়ে তাদের কক্ষে প্রবেশ করে মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। কক্ষের ভেতরে দেখা যায়, বিছানার ওপর স্ত্রী শাহনাজ আক্তার ববির মরদেহ পড়ে আছে। প্রাথমিক ধারণা, বিষপানে তার মৃত্যু হয়েছে। আর সিলিং ফ্যানের সাথে স্বামী সাইদুল মন্ডলের মরদেহ ঝুলছিল।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক কাজি নাসের জানান, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করেছেন। তবে কেনো ও কিভাবে তারা মারা গেলেন তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানা যাবে।