জুমবাংলা ডেস্ক : রাজধানীর রামপুরা থেকে এক সিভিল ইঞ্জিনিয়ারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টায় রামপুরার বনশ্রী এলাকা থেকে লাশটি উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের নাম শওকত আলী (২৭)। তিনি মার্ন ষ্টীল স্ট্রাকচার নামের একটি কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক কলহের জেরে মাস দুয়েক আগে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়। এর পর থেকে শওকত ভাগ্নে ফয়সালের সঙ্গে ব্লক-বি এর ৬ নম্বর রোডের ৩৪ নম্বর বাসার ৬ তলায় ভাড়া থাকতেন।
ফয়সাল জানান, সোমবার দিনভর তিনি বাসায় ছিলেন না। রাতে বাসায় ফিরে দেখেন মামা শওকত ফ্যানের সঙ্গে ঝুলছেন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার কের।
এ বিষয়ে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুর রহমান বলেন, বিয়েবিচ্ছেদের পর হতাশাগ্রস্ত থাকতেন শওকত। ধারনা করা হচ্ছে সোমবার বিকাল ৪টা থেকে রাত সাড়ে ১০টার যেকোনো সময়ে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। শওকত ময়মনসিংহ জেলার ভালুকা থানার ভরাডুবা এলাকার আব্দুল মোতালেবের ছেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।