জুমবাংলা ডেস্ক : বগুড়ার কাহালুতে কৃষি কলেজের ছাত্র আরমান হোসেন আন্না (১৯) হত্যা রহস্য উন্মোচিত হয়েছে। স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে তাকে হত্যা করে প্রতিবেশী ওবাইদুর রহমান খান। হত্যাকাণ্ডে সহায়তা করে মো. সুজন নামে নিহতের এক বন্ধু। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে সুজন বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হত্যার পর লাশ কবরস্থানে পুঁতে রাখেন তারা।
পুলিশ জানায়, আরমান হোসেন আন্না কাহালুর ডোমরগ্রামের আজিজার রহমানের একমাত্র ছেলে। তিনি গাইবান্ধা সরকারি কৃষি ইন্সটিটিউটের সপ্তম সেমিস্টারের ছাত্র। করোনা প্রাদুর্ভাবের কারণে কয়েক মাস বাড়িতে ছিলেন। পূর্বপাড়ার ওবাইদুর রহমান খানের স্ত্রীর সঙ্গে আন্নার পরকীয়া গড়ে ওঠে। স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে না পেরে ওবাইদুর আন্নাকে হত্যার পরিকল্পনা করে। এ ব্যাপারে আন্নার বন্ধু সুজনের সঙ্গে পরামর্শ করে। সুজন গ্রামের হিলারীর মুরগির ফার্ম ও পুকুরের পাহারাদার। ওবাইদুর ৬ সেপ্টেম্বর রাতে সুজনের মাধ্যমে আন্নাকে পুকুরপাড়ে ডেকে এনে হত্যা করে লাশ পুঁতে রাখে।
এদিকে এ মামলায় আসামি ওবাইদুর রহমান খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।