Advertisement
স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে স্থগিত করা হল ২০২০ ফিফা ক্লাব বিশ্বকাপ টুর্নামেন্টের সকল ম্যাচ। বিষয়টি নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

২০০০ সাল থেকে ৭টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আসছে ফিফা ক্লাব বিশ্বকাপ। চলতি বছর ডিসেম্বরে কাতারের অনুষ্ঠিত হবার কথা ছিল এবারের টুর্নামেন্ট। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপে খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কিত ফিফা। সংক্রমণের ভয় থেকে স্থগিত করে দেয় টুর্নামেন্টের সব ম্যাচ। জুরিখে ফিফার কংগ্রেসে এমনই সিদ্ধান্তের কথা জানান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
তবে, এখন পর্যন্ত টুর্নামেন্টটি বাতিল করেনি কর্তৃপক্ষ। আসছে বছর সুবিধাজনক সময়ে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে ভাবছে ফিফা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



