জুমবাংলা ডেস্ক: দেশের প্রথম মেট্রোরেল প্রকল্পের পুরো ২০ দশমিক এক কিলোমিটারের ভায়াডাক্টের শেষ স্প্যানের একটি অংশ স্থাপন হয়েছে আজ। ২৭ জানুয়ারি বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কাছে শেষ অংশটি স্থাপন করা হয়।
সকাল ১১টায় প্রেসক্লাব এলাকায় মেট্রোরেল ভায়াডাক্টের শেষ স্প্যানের শেষ অংশের কাজটি শুরু হয়। প্রকৌশলীরা ১০ মিনিটের মধ্যেই কাজটি শেষ করেন। মেট্রোরেলের পিলারে সবশেষ গার্ডার স্থাপন সম্পন্ন হয়। যার ফলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল কাঠামো দৃশ্যমান হয় ২০ কিলোমিটার। সকালে অনলাইন ব্রিফিং এ এসব তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।
এসময় তিনি আরও বলেছেন, আজ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সবশেষ গার্ডার স্থাপন করা হয়। ফলে এমআরটি সিক্স লাইনের সব গার্ডারের কাজ শেষ। পাশাপাশি কার্জন হল পর্যন্ত রেল লাইন বসানো হয়েছে। এপ্রিল মাসের মধ্যে মতিঝিল পর্যন্ত বাকি লাইন বসানোর কাজ শেষ হবে। সব মিলিয়ে এখন পর্যন্ত এমআরটি সিক্স লাইনের কাজ শেষ হয়েছে ৭৪ ভাগ। মিরপুর এলাকায় কাজ এরইমধ্যে শেষ হয়েছে। আগামী এপ্রিলেই এ এলাকায় মেট্রোরেলের সব সরঞ্জাম সরিয়ে রাস্তা পরিস্কার করা হবে বলেও জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক।
এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার মেট্রো রেলের ভায়াডাক্ট স্থাপনের কাজ শেষ হয়েছিল। সেদিন চলতি বছরের ডিসেম্বরে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালুর লক্ষ্য ঘোষণা করেছিলেন এম এ এন সিদ্দিক। ঢাকা ম্যাস ট্রানজিটের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের মধ্যে পুরো রেললাইনটি চালু হওয়ার কথা রয়েছে।
এছাড়াও ২০১২ সালে ঢাকায় যানজটমুক্ত কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান এর আওতায় এবং জাপানের সহায়তায় ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প এমআরটি লাইন-সিক্স এর অনুমোদন দেয়া হয়। এর নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় ২২ হাজার কোটি টাকা।
এ প্রকল্পে ২০২৪ সালের মধ্যে দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ২০.১০ কিলোমিটার মেট্রো রেল নির্মাণকাজ ও অন্তর্ভুক্ত। তবে আগারগাঁও পর্যন্ত প্রথম অংশ আগেই চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এদিকে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের এক সমীক্ষায় বলা হয়েছে, মেট্রো রেল নির্মাণের কারণে যানজট, শব্দদূষণ, বায়ু দূষণসহ বিভিন্ন সমস্যায় প্রকল্প এলাকার ৬৮ শতাংশ ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হয়েছেন।
দিনের ভোট রাতে হওয়া প্রসঙ্গে এতোদিন পর যা বললেন সিইসি নুরুল হুদা
তবে প্রকল্পের কাজ সম্পন্ন হলে আয় বৃদ্ধি পাবে বলে ৭৬ শতাংশ এলাকাবাসী দাবি করেছেন সমীক্ষাতে। মেট্রো রেল চালু হলে যাতায়াত সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্ট এলাকার ৬৭ শতাংশ বাসিন্দা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।