বিনোদন ডেস্ক: মহামারীর মধ্যে প্রথমবারের মতো শত কোটি ডলারের বেশি ব্যবসার রেকর্ড গড়েছে যৌথ প্রযোজনার সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’।
স্পাইডার ম্যান: নো ওয়ে হোম। বহুল আলোচিত একটি সিনেমা। ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর তুমুল আলোচনা শুরু হয়েছে সিনেমাটি নিয়ে।
ভারতের ২০২১ এর সব রেকর্ড ভেঙেছে ‘স্পাইডার ম্যান’। মুক্তির প্রথমদিনে বক্স অফিসে আয় করেছে ৩২ কোটি ৬৭ লাখ রুপি! এবার জানা গেল নতুন খবর। বিশ্ব রেকর্ড ভাঙছে ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’।
করোনা মহামারির সময়ে প্রথমবারের মত একশ কোটি ডলার আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি। সেই সাথে চলতি বছরের ‘হাইয়েস্ট গ্রসিং ফিল্ম’ তকমা পেয়েছে ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’। সপ্তাহ শেষে বিশ্ব বক্স অফিসে ১৫০ কোটি ডলার আয় করেছে এটি। এমন তথ্যই প্রকাশ করেছে একাধিক বিদেশি সংবাদমাধ্যম।
যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে সনি ও ডিজনি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই এ সিনেমা মুক্তি পাওয়ার দুই সপ্তাহের মধ্যে বক্স অফিসে রেকর্ড করে। হলিউডের আর কোনো সিনেমা বিশ্বজুড়ে মহামারির এই দুই বছরে বক্স অফিসে এতো আয় করতে পারেনি। এর আগে ২০১৯ সালে ‘স্টার ওয়ারস: দ্য রাইজ অব স্কাইওয়াকার’ সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি ডলার।
এদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের রিজেন্সি ভিলেজ থিয়েটারে ১৩ ডিসেম্বর সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সেদিন তারকার মেলা বসেছিল লস অ্যাঞ্জেলসে। সিনেমাটির আগের কিস্তির অভিনেতারাও সেদিন উপস্থিত ছিলেন।
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও একই দিনে মুক্তি পেয়েছে সিনেমাটি। রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টার সিনেমাসে চলছে ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’। মুক্তির আগেই থেকেই দর্শক হুমড়ি খেয়ে পড়েছেন টিকিটের জন্য। অনলাইনে টিকিটের জন্য ভক্তদের চাপে প্রতিষ্ঠানটির সার্ভার ডাউন হয়ে গিয়েছিল। এমনটাই জানিয়েছিলেন স্টার সিনেপ্লেক্সের সিনিয়র মার্কেটিং ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, বসুন্ধরা সিটির ৬টি স্ক্রিনে ১৯টি, সীমান্ত স্কয়ারের তিনটি থিয়েটারে ১১টি, মহাখালীর এসকেএস টাওয়ারের তিনটি থিয়েটারে ১১টি, সনি স্কয়ারের তিনটি থিয়েটারে ১৩টি করে মোট ৫৩টি শো হচ্ছে এবং বলার অপেক্ষা রাখে না, প্রতিটি শো হাউজফুল।
বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মুভি মার্কেট চীনে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমাটি মুক্তি পায়নি।
পরিসংখ্যান বিশ্লেষণ করে ‘কমস্কোর’ জানায়, বক্স অফিসের টিকেট বিক্রিতে ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়া স্পাইডার-ম্যান সিরিজের প্রথম সিনেমাও এটি। এছাড়া সম্প্রতি ‘হাইয়েস্ট গ্রসিং মুভি’ হিসেবে বিশ্বব্যাপী ১১৩ কোটি ২০ ডলারের টিকেট বিক্রি হয়েছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ সিনেমার।
২০১৫ সালে ‘স্পাইডার-ম্যান’ সিনেমার স্বত্ত্বে অংশীদারিত্বের সিদ্ধান্ত নেয় ডিজনি, মার্ভেল স্টুডিও এবং সনি।
সিনেমায় স্পাইডার-ম্যানের কাল্পনিক চরিত্র পিটার পার্কারের ভূমিকায় আবারও আছেন টম হল্যান্ড। এছাড়া এমজে চরিত্রে জিনদায়া এবং ডক্টর স্ট্রেঞ্জ এর ভূমিকায় থাকছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ।
‘স্পাইডারম্যান : নো ওয়ে হোম’ সিনেমাটিতে অভিনয় করেছেন টম হল্যান্ড, জেন্ডায়া, মারিসা টোমেই, চন ফেব্রো প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন জন ওয়াটস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।