হলিউড সিনেমায় মারভেলের রিলিজ করা সবকটি মুভি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তাদের স্পাইডারম্যান সিরিজটি কতটা আকর্ষণীয় তা আর বলার অপেক্ষা রাখে না। জানা গেছে স্পাইডারম্যান এর পরবর্তী সিনেমা নিয়ে পরিকল্পনা শুরু করা হয়েছে। স্পাইডারম্যান চরিত্রে সাধারণত টম হল্যান্ড দীর্ঘদিন ধরে অভিনয় করে আসছেন।
নতুন সিনেমায় নতুন রূপে দেখা যাবে জনপ্রিয় চরিত্র টম হল্যান্ডকে। এ নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ কাজ করছে। ২০১৬ সালে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারস সিনেমায় টম হল্যান্ডকে প্রথমবারের মতো স্পাইডারম্যান হিসেবে দুনিয়ার সামনে নিজেকে উন্মোচন করেন।
এরপর অ্যাভেঞ্জার্স নামে রিলিজ করা আরো দুইটি সিনেমায় লাল নীলের বিশেষ পোশাকে স্পাইডারম্যান হিসেবে টম হল্যান্ডকে দেখতে পেয়েছে দর্শকরা। তবে এসব সিনেমায় তিনি বেশি সময় ধরে অভিনয় করার সুযোগ পাননি। বেশ অল্প সময় ধরে দর্শকরা তার অভিনয় উপভোগ করার সুযোগ পেয়েছে।
তবে শুধুমাত্র টম হল্যান্ডকে কেন্দ্র করে তিনটি আলাদা সিনেমা নির্মাণ করা হয়েছিল। তিনি সবটুকু আলো ছড়াতে সক্ষম হয়েছেন এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। মার্বেল সিনেমাটিক ইউনিভার্স স্পাইডারম্যানকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে।
স্পাইডারম্যান ট্রিলোজির গল্প দেখা যাবে পরবর্তী রিলিজ করা সিনেমাতে। এখানে ট্রিলোজি শব্দটা সংযোজন করা হয়েছে যা আগে কখনো দেখা যায়নি। এতদিন পরে এ ধরনের নামকরণ করার বিশেষ কারণ রয়েছে। স্পাইডারম্যানের এর সঙ্গে ডক্টর স্ট্রেঞ্জকে দেখা গিয়েছিল আগের সিরিজে। সিনেমার শেষ দিকে দেখা যায় পৃথিবীতে রক্ষা করতে স্পাইডারম্যানের সব স্মৃতি ভুলিয়ে দেওয়া হয়েছিল। তখন অনেকেই ভেবেছিল হয়তো এ সিনেমায় টম হল্যান্ডকেকে আর দেখা যাবে না।
তবে সবাইকে অবাক করে দিয়ে তিনি আবার আসছেন। স্পাইডারম্যান ফোর সিনেমার গল্পের পরিসর হবে অনেক বড় এরকমটি অনুমান করা হচ্ছে। এ নিয়ে বেশ বড় পরিকল্পনা করছে মার্বেল সিনেমাটিক ইউনিভার্স। আগ্রহী দর্শকরা অপেক্ষা করছেন কখন সিনেমাটি মুক্তি পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।