স্পেস স্টেশনের চারপাশে ভাঙা স্যাটেলাইটের টুকরো, সুনীতাদের ফেরা অনিশ্চিত!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মহাকাশে আটকে পড়া নভোচর সুনীতা উইলিয়মস ও তার সঙ্গীর পৃথিবীতে ফেরা আরও অনিশ্চিত। এখনই তাদের ফেরানো সম্ভব নয় বলে জানাচ্ছেন নাসার সাম্প্রতিক তথ্য। জুলাইয়ের শুরুতেই তাদের ফেরানোর প্রক্রিয়া শুরুর কথা ছিল। কিন্তু মহাকাশ স্টেশনের আশেপাশের পরিস্থিতি এমনই জটিল যে মহাশূন্যে বেরনো মানেই বিপদ। কিন্তু কতদিন তারা আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে থাকবেন? এর কোনও নির্দিষ্ট উত্তর মেলেনি এখনও।

গত ৭ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। যে মহাকাশযানে তারা পাড়ি দেন, ‘স্টারলাইনার’-এর সেই রকেটে হিলিয়াম গ্যাস লিক হওয়ায় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তাতেই বিপদে পড়েন সুনীতা ও তার সঙ্গী বুচ উইলমোর। নাসা এবং মিশনের অন্যতম উদ্যোক্তা বোয়িং স্টারলাইনার উভয়েই হিলিয়াম লিকের কথা জানত বলে নাসার রিপোর্টে উল্লেখ। ত্রুটিযুক্ত যানে কেন তাদের পাঠানো হয়, সেই প্রশ্ন ওঠে সংশ্লিষ্ট মহলে। এর জন্য সমালোচিতও হয় ওই সংস্থা। বিপদকে সঙ্গী করে মহাকাশ স্টেশনে সুনীতা ও বুচ পৌঁছে গেলেও তাদের ফেরা নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়।

নাসার সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী, দিন কয়েক আগে রাশিয়ার একটি কৃত্রিম উপগ্রহ বিস্ফোরণে হয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাছেই। তার টুকরো টুকরো অংশ ছড়িয়ে পড়েছে স্পেস স্টেশনে চারপাশে। আর সেই কারণে মহাশূন্যে বেরতে পারছেন না সুনীতা ও বুচ। স্পেস স্টেশনের বাইরে তাদের বেশ কিছু কাজ ছিল। কিন্তু তাতে বাধা টুকরো হওয়া স্যাটেলাইটের অংশ। এমনকী তারা স্পেস ওয়াক করতেও পারেননি।

এই পরিস্থিতিতে সুনীতাদের ফেরা নিয়ে কিছুই বলতে পারছে না নাসা। মনে করা হচ্ছে, মাসখানেকেরও বেশি সময় শুধু স্পেস স্টেশনেই আটকে থাকতে হতে পারে তাদের। যদিও পর্যাপ্ত খাদ্যসামগ্রী ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রয়েছে বলেই খবর নাসা সূত্রে। তা সত্ত্বেও মহাকাশযানের ত্রুটি এবং মহাশূন্যের বিপদ – জোড়া ফলায় আশঙ্কা বাড়ছে মহাকাশচারীদের।