আন্তর্জাতিক ডেস্ক : স্বপ্নের বাস্তবায়নে লেগে গেছে একযুগ। আর একরকম সবই শেষ হয়ে গেছে মাত্র ৬ সপ্তাহে। এমনটাই জানালেন পর্যটনের আন্তর্জাতিক অনলাইন প্লাটফর্ম এয়ারবিএনবি।
সিএনবিসি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে হতাশা প্রকাশ করে এয়ারবিএনবি’র প্রধান নির্বাহী ব্রায়ান চেসকি জানান, চলতি বছরই বিশ্বব্যাপী পুরোদমে কার্যক্রম শুরুর কথা ছিলো এ কোম্পানির। কিন্তু করোনা মহামারিতে ধুলোয় মিশে গেছে সে স্বপ্ন। পর্যটন ব্যবসায় ধস নামায় আরো অনিশ্চিত হয়ে পড়েছে এ প্লাটফর্মের ভবিষ্যৎ।
ব্রায়ান চেসকি আরো বলেন, পর্যটনের ভবিষ্যৎ শেষ। তিনি বলেন, পর্যটনের রমরমা সময় আর আসবে না। মানুষ ভ্রমণ করবে ঠিকই, কিন্তু নিজের গাড়িতে, মাত্র কয়েক কিলোমিটার দূরের গন্তব্যে নির্দিষ্ট কোন কমিউনিটির মধ্যে থাকতে চান নিজের বাড়ির মতোই নিরাপদ কোন স্থানে। পর্যটকরা এখন হোটেলে নিরাপদ বোধ করবেন না বলেও মনে করেন তিনি।
পরিচ্ছন্ন স্থানই বেশি খুঁজবেন থাকা খাওয়ার জন্য। এরমধ্যেই বিপণন কার্যক্রম থেকে ১শ’ কোটি ডলার ব্যয় কমিয়েছে এয়ারবিএনবি। কর্মী ছাঁটাই করেছে ২৫ শতাংশ। তাই পর্যটন সংশ্লিষ্ট সব সেবাই এখন বিপর্যয়ের মুখে।
তবে যুক্তরাষ্ট্রে কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে প্লাটফর্মটির ব্যবসা। আশার কথা হলো, ব্যবসায় ধস নামলেও এখনো বিশ্বের বিভিন্ন দেশেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এয়ারবিএনবি। ঘরবন্দী মানুষও কিছুটা বিরক্ত। তাই এখনো হোটেল বুকিং দিচ্ছেন অনেকে, পরিস্থিতি স্বাভাবিক হলে ভ্রমণের আশায়।
১৫ সেপ্টেম্বরের আগে এই বুকিং সম্পর্কেও নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। তবে মে আর জুন মাসে মার্কেটিং ছাড়াই গেলো বছরের মতোই বুকিংয়ের পরিমাণ বেড়েছে। ২০১৯ সালের একই সময়ের তুলনায় মহামারিতেও সব অনলাইন প্লাটফর্মে বুকিং বেড়েছে ২০ শতাংশ। যেখানে বিশ্বের বৃহত্তম হোটেল ব্র্যান্ড ম্যারিয়ট মাত্র আশার আলো দেখতে শুরু করেছে।
বিশ্ব ভ্রমণ ও পর্যটন কাউন্সিল বলছে, মহামারি করোনার কারণে পর্যটন সংশ্লিষ্ট সাড়ে ৭ কোটি মানুষ চাকরি হারাবে। লোকসান হবে ২ ট্রিলিয়ন ডলার। এর মানে ঘণ্টায় অন্তত ১১৪ জন মানুষ চাকরি হারাবে।
তবে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বলছে, চলতি বছরই পর্যটন আবার পুরোপুরি চালু হলে তিনটি দৃশ্য দেখা যাবে। প্রথমত, জুলাইতে আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটনে নিষেধাজ্ঞা তুলে নিলে ৬১ কোটি পর্যটক পাওয়া যাবে। দ্বিতীয়ত, যদি নিষেধাজ্ঞা সেপ্টেম্বর পর্যন্ত চলে, পর্যটক পাওয়া যাবে ৪০ কোটি, আর যদি নিষেধাজ্ঞা ডিসেম্বর পর্যন্ত চলে পর্যটক পাওয়া যাবে মাত্র ৩২ কোটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।