জুমবাংলা ডেস্ক : জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে গতকাল ( ২৮ মে) সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট (SV804) যোগে আগত এয়ারলাইন্সের কেবিন ক্রু রোকেয়া খাতুনের (বাংলাদেশি পাসপোর্ট নং -A00025287) দেহ তল্লাশি করে কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক ১১ টি স্বর্ণের বার, ৬ টি র- গোল্ডের চুড়ি ও ১টি চেইনসহ প্রায় ১ হাজার ৯৭৯ গ্রাম র-গোল্ড উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানের সময় বিভিন্ন সংস্থার দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীসহ কাস্টমস এবং বিমানবন্দর এপিবিএনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উদ্ধারকৃত স্বর্ণসহ আটককৃত ক্রু বর্তমানে কাস্টমস হেফাজতে রয়েছে।
https://inews2.zoombangla.com/zayed-khan-gave-digbaji-even-when-he/
বিমানবন্দরে চোরাচালান ঠেকাতে অন্যান্য সংস্থার পাশাপাশি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।