কম বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন তৈরি করার ক্ষেত্রে Huawei বেশ এগিয়ে আছে। তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন হচ্ছে Huawei Nova Y90। হ্যান্ডসেটটির ফিচার এবং স্পেসিফিকেশন মাঝারি বাজেটের ক্রেতাদের হতাশ করবে না।
Huawei এর এই স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি এর ফুলভিউ ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটির ডিভাইসে ৯০ হার্জ রিফ্রেশ রেট রয়েছে। আরেকটি মজার বিষয় হচ্ছে স্মার্টফোনটির বেজেল অনেক কম।
এই স্মার্টফোনের ব্যাটারি আপনাকে ৪০ ওয়াটের সুপার চার্জের ফিচার প্রদান করবে যা বেশ নিরাপদ ও দ্রুত। আপনি চার্জিং অবস্থায় দুই ঘন্টার বেশি সময় ধরে অনায়াসে গেম খেলতে পারবেন।
শক্তিশালী পাঁচ হাজার মেগাহার্জের বিশাল ব্যাটারি দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। এই ব্যাটারি বেশ টেকসই এবং আপনাকে কখনোই দীর্ঘ সময়ব্যাপী ভ্রমণ এ ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা করতে হবে না।
Huawei এর এ ডিভাইসে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। পাশাপাশি পেছনে দুই মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং দুই মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা লেন্স ইনস্টল করা আছে।
এ ডিভাইসের ক্যামেরা দিয়ে রাতের বেলা ভালো ছবি তুলতে পারবেন। এজন্য নাইট মুড অপশনটি আপনাকে বিশেষভাবে সহায়তা করবে। স্মার্টফোনটির ক্যামেরায় ‘সুপার নাইট মোড’ ফাংশন দেওয়া হয়েছে যা খুবই এক্সক্লুসিভ একটি ফিচার। এর ফলে রাতের বেলায় আপনার তোলা ছবি হবে খুবই উজ্জ্বল এবং সুস্পষ্ট। Huawei দাবি করছে যে এ ফাংশন ব্যবহার করে তোলা ছবির কোয়ালিটি হবে অসাধারণ।
Huawei এর ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি এর চমৎকার ব্যবহার লক্ষ্য করা যাবে। কোন বস্তু কোথায় ও কীভাবে মুভ করছে এবং স্লো মোশন ও ফাস্ট মোশনের পদক্ষেপ লক্ষ্য করবে ক্যামেরার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর ফলে আপনার ছবি এবং ভিডিও আরো নিখুঁত হবে।
স্মার্টফোনটিতে ৪ জিবি বা ৬জিবি বা ৮জিবি র্যামের তিনটি ভেরিয়েন্ট থাকবে। হ্যান্ডসেটটিতে ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ দেওয়া থাকবে। Huawei Nova Y90 স্মার্টফোন এর প্রাইস ভারতে ১৫ হাজার রুপি এবং বাংলাদেশে ২২ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।