ওয়ান প্লাস শুধু স্মার্টফোনের মার্কেটে সীমাবদ্ধ থাকতে চায় না। তাদের ইলেকট্রনিক ডিভাইসের বাজার আরো সম্প্রসারিত হচ্ছে। ভারতে ১২ হাজার রুপিতে ওয়ান প্লাসের নতুন মনিটর E24 বিক্রি হওয়া শুরু হয়েছে।
ওয়ান প্লাসের এ নতুন ডিভাইসটির ডিসপ্লে ২৪ ইঞ্চি। এ মনিটরের আইপিএস প্যানেলের স্ক্রিন ব্যবহার করা হয়েছে। অ্যাডাপটিভ সিঙ্ক এবং ব্যবহারকারীর চোখের প্রোটেকশনের জন্য সার্টিফিকেশন অর্জন করতে সক্ষম হয়েছে মনিটরটি।
এ মনিটরে ফুল এইচডি রেজুলেশন এবং ৭৫ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ওয়ান প্লাস এর ডিভাইসটিতে মিলি সেকেন্ড রেসপন্স টাইম এর ফিচার রয়েছে। ওয়ান প্লাসের মনিটরে অনেক কম বেজেল থাকায় ইউজার এক্সপেরিয়েন্স অন্য লেভেলে চলে যাবে।
মেটালিক ডিজাইনের ফিনিশিং দেওয়া হয়েছে মার্কেটে রিলিজ হওয়া নতুন মনিটরটিতে। মাইনাস ৫ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি পর্যন্ত মনিটরটি রোটেট করতে পারবেন।
ওয়ান প্লাসের ডিভাইসটিতে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি এইচডিমাই পোর্ট, একটি ভিজিএ পোর্ট এবং একটি হেডফোন জ্যাক ব্যবহার করার অপশন দেওয়া হয়েছে। ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ডিভাইসটিকে আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করতে সক্ষম হবেন।
গতকাল থেকেই নতুন মনিটরটি ভারতের বাজারে বিক্রি শুরু হয়েছে। ১৪৫ মার্কিন ডলার বা ১২ হাজার রুপিতে এটি আপনি ক্রয় করতে পারবেন। তাছাড়া আমাজন, ফ্লিপকার্ট ও কোম্পানির অফিসিয়াল সাইট থেকে মনিটরটি অর্ডার করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।