ভারতের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি লাভা জুলাই মাসে Lava Blaze মডেলের স্মার্টফোন বাজারে উন্মোচন করেছিল। এর একটি অন্যতম ফিচার ছিলো হ্যান্ডসেটের ব্যাক প্যানেল গ্লাসের তৈরি। এর দাম ছিল ৮৬৯৯ ভারতীয় রুপি ও বাংলাদেশী মুদ্রায় ১১ হাজার টাকা। এ মাসে স্মার্টফোনটির প্রো মডেল বাজারে নিয়ে আসার ঘোষণা দিয়েছে লাভা ম্যানুফেকচারার কোম্পানি।
লাভা ব্র্যান্ড আগ্রহী ক্রেতাদের প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের প্রো মডেল বেশ টেকসই হবে ও চমকপ্রদ ফিচার নিয়ে আসবে। ইন্টারনেটে ফাঁস হওয়া একটি তথ্য অনুযায়ী, স্মার্টফোনের ব্যাক প্যানেলের ক্যামেরার ডিজাইন শাওমি ১২ প্রো হ্যান্ডসেটের মতই।
হ্যান্ডোসেটটির মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল হবে। এটি আলট্রা-ওয়াইড লেন্স হিসেবে কাজ করবে। এর পাশাপাশি আরও ক্যামেরা লেন্স থাকবে। ঐসব লেন্স এর মেগাপিক্সেল ও অ্যাপাচার কত হবে তা নিয়ে সুস্পষ্ট তথ্য নেই। তবে টেলিফোটো লেন্স থাকার সম্ভাবনাই বেশি।
লাভা ব্লেজের প্রো মডেলের ক্যামেরায় 6x জুম ফিচার থাকবে। স্মার্টফোনটির ডিসপ্লে ৬.৫ ইঞ্চির হবে। ডিসপ্লের উপরের অংশে নচ থাকবে। ফিংগারপ্রিন্ট স্ক্রিনার ডিসপ্লের মধ্যে না থেকে হ্যান্ডসেটটির সাইডে থাকবে। পাওয়ার বাটনের নিচে থাকার সম্ভাবনাই বেশি।
স্মার্টফোনটি ৫০০০ মেগাহার্জের ব্যাটারি দ্বারা পরিচালিত হবে। এটি বাজারে আসার পূর্বে স্পেসিফিকেশন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। স্মার্টফোনটির সম্ভাব্য দাম ভারতে হতে পারে ১০ হাজার রুপি ও বাংলাদেশে ১৩ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।