নিজস্ব প্রতিবেদক: ভারত পেঁয়াজ রফতানি বন্ধের আদেশ তুলে নেওয়ায় এবং দেশে রসুনের সরবরাহ বাড়ায় এ দুটি নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে। এতে অনেকটাই স্বস্তি ফিরেছে পেঁয়াজ ও রসুনের বাজারে।
দাম কমে এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। অন্যদিকে দেশি রসুন বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। তবে দাম কমেনি চায়না থেকে আমদানি করা রসুনের। প্রতি কেজি চায়না রসুন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়।
দেশি পেঁয়াজের দাম কমলেও কমেনি দেশের বাইরে থেকে আমদানি করা পেঁয়াজের দাম। গত সপ্তাহের চেয়ে কিছুটা দাম কমে বার্মিজ পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা কেজি, চায়না পেঁয়াজ ৫০ টাকা কেজি এবং পাকিস্তানি পেঁয়াজ ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
কারওয়ানবাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, দেশি রসুনের দাম অনেক কমেছে। বলা চলে প্রতিদিনই দাম কমছে। তবে চায়না রসুনের দাম খুব বেশি কমেনি। নতুন রসুন উঠেছে মূলত এ কারণে রসুনের দাম কমেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।