সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আব্রাহাম চুক্তি’ অংশ হতে চায়, তবে এর আগে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র স্থাপনের জন্য একটি ‘পরিষ্কার পথ’ নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে দেখা করে ক্রাউন প্রিন্স বলেন, ‘আমরা আব্রাহাম চুক্তির অংশ হতে চাই। কিন্তু আমরা চাই নিশ্চিত হই যে দুই রাষ্ট্রের সমাধানের পথ সুস্পষ্ট এবং ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত হবে।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা তা বাস্তবায়নের জন্য কাজ করব এবং সঠিক পরিস্থিতি যত দ্রুত সম্ভব তৈরি করতে চেষ্টা করব।’
ট্রাম্পের প্রশ্নের জবাবে ক্রাউন প্রিন্স বলেন, ‘আমরা চাই ইসরায়েলিদের জন্য শান্তি, আমরা চাই ফিলিস্তিনের জন্য শান্তি। আমরা চাই তারা অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকুক এবং আমরা সেই লক্ষ্য অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’
সৌদি আরব বারবার জানিয়েছে, প্যালেস্টাইনের স্বাধীনতা তাদের মূল লক্ষ্য।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দীর্ঘদিন ধরে দুই রাষ্ট্র সমাধানের বিরোধী। তিনি গাজায় সাম্প্রতিক বৈরামুক্তি চুক্তিতে ফিলিস্তিনের স্বপ্নের জন্য সীমিত সমর্থন দেখালেও, তার নেতৃত্বাধীন জোটের চরমপন্থী অংশীদাররা পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ করার পক্ষপাতী।
বিশেষজ্ঞ জোনাথন পানিকফ বলেন, ট্রাম্প সম্ভবত ক্রাউন প্রিন্সকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য উৎসাহিত করবেন। তবে সেখানে অগ্রগতির অভাব হলেও নতুন মার্কিন-সৌদি নিরাপত্তা চুক্তি বাধাগ্রস্ত হবে না। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের ইচ্ছা যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানো, যা ক্রাউন প্রিন্স আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে সহায়ক হবে, এমনকি ট্রাম্প ইসরায়েলি-সৌদি স্বাভাবিকীকরণে অগ্রসর হবার চেষ্টা চালালেও।’
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



