Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার করোনা চিকিৎসার সম্পূর্ণ কোর্স শেষ করেছেন। আগামী শনিবার থেকে তিনি পাবলিক ইভেন্টে যোগ দিতে পারবেন । স্থানীয় সময় বৃহস্পতিবার এমনটি জানিয়েছেন ট্রাম্পের চিকিৎসক সিন কনলে।
ডা. সিন কনলে বলেন, প্রেসিডেন্ট ওষুধে খুব ভালো সাড়া দিয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল। শুক্রবার তার আবার করোনা টেস্টের কথা রয়েছে। এসময় আগামী শনিবার থেকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন।
এদিকে করোনার কারণে আগামী মার্কিন প্রেসিডেন্সিয়াল বিতর্ক ভার্চুয়ালি হবে বলে জানিয়েছে এই বিতর্কের আয়োজক স্বাধীন ও নিরপেক্ষ কমিশন। তবে ট্রাম্প এ বিতর্কে অংশ নেবেন না। গেল ২ অক্টোবর মেলানিয়া ট্রাম্প সহ করোনা আক্রান্ত হওয়ার খবর জানান ট্রাম্প।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।