স্বামী-সন্তান নিয়ে দেশ ছাড়লেন কন্ঠশিল্পী সালমা

সালমা

বিনোদন ডেস্ক: ‘ক্লোজআপ ওয়ান তারকা’খ্যাত সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা, কণ্ঠের জাদুতে কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বর্তমানে নতুন গানের রেকর্ডিং ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্যে সপরিবারে উড়াল দিলেন মালয়েশিয়া।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন সালমা।
সালমা
দেশটিতে পৌঁছে এ গায়িকা বলেন, অনেক দিন পর মালয়েশিয়া এলাম। এবার সপরিবারে এসে ভালো লাগছে। এখানে একটি অনুষ্ঠানে গান গাইবো। পাশাপাশি পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরির পরিকল্পনা রয়েছে। এরপর দেশে ফিরবো ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, সালমার কণ্ঠের জাদুতে মাত থাকেন শ্রোতারা। দেশ-বিদেশের কনসার্টে সালমার উপস্থিতি বাড়তি উন্মাদনা সৃষ্টি করে। এবারও তিনি মালয়েশিয়া মাতাবেন, এমনটাই প্রত্যাশা এই গায়িকার অনুরাগীদের।

এবার যে রোগে আক্রান্ত সালমান খান