বিনোদন ডেস্ক : প্রকাশ পেয়েছে বলিউড অভিনেত্রী বিপাশা বসু ও তার স্বামী করণ সিং গ্রোভার অভিনীত সিনেমা ‘ড্যাঞ্জারাস’র ট্রেলার। ভূষণ প্যাটেল পরিচালিত এবং বিক্রম ভাট ও মিকা সিং প্রযোজিত সিনেমাটি এমএক্স প্লেয়ারে আগামী ১৪ আগস্ট থেকে স্ট্রিমিং শুরু হবে।
সিনেমার ট্রেলারে দেখা যায়, আদিত্য ধনরাজ (করণ)-এর স্ত্রী দিয়া অপহরণ হয়। আর এ ঘটনাটি নিয়েই সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে। এ মামলায় তদন্ত করতে দায়িত্ব পান নেহা (বিপাশা)। নেহা ছিলেন আদিত্যের সাবেক প্রেমিকা। নেহা ঘটনা অনুসন্ধানে নেমে কাহিনির আরও গভীরে প্রবেশ করে। চোখে যা দেখা যায় তার চেয়ে বাস্তবতা ছিল আরও জটিল।
সিনেমাটি প্রসঙ্গে বিপাশা বসু বলেন, ‘ভক্তরা অনেকদিন ধরেই চাচ্ছিলেন আমি ও করণ একসঙ্গে আবারও পর্দা ভাগ করি। ‘ড্যাঞ্জারাস’র গল্প আমাকে খুব আলোড়িত করে। প্রত্যেক ক্ষণে ক্ষণে কাহিনি নতুন মোচড় নিয়ে দর্শকদের মুগ্ধ করবে আশা করি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।