জুমবাংলা ডেস্ক : স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব শেখ ইউসুফ হারুন সংবাদমাধ্যমকে বলেন, ‘ডা. আবুল কালাম আজাদের পদত্যাগপত্র এখন রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। তিনি অনুমোদন দিলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নিয়োগ অপসারণ হবে।’
এর আগে, স্বাস্থ্য ব্যবস্থায় অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে সমালোচনার মুখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদ থেকে পদত্যাগ করেন ডা. আবুল কালাম আজাদ। মঙ্গলবার জনপ্রশাসন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। প্রসঙ্গত, অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক অবসরে যাওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর তার মেয়াদ শেষ হয়ে গেলে তাকে আবার দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

