আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করলে ২০০ বছর বাঁচতেন বলে মনে করেন হোয়াইট হাউসের এক সাবেক চিকিৎসক। নিউ ইয়র্ক টাইমসকে চিকিৎসক রনি জ্যাকসন বলেন, সুস্থতার কথা মাথায় রেখে আলুভর্তার নামে ফুলকপি ভর্তা খাওয়ানো হত ট্রাম্পকে।

মার্কিন প্রেসিডেন্টের খাওয়া-দাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের পছন্দ আলু হলেও আলু তার শরীরের জন্য মোটেও ভালো নয়। এ কারণে ডাক্তাররাও তার সাথে ছলচাতুরি করতেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক চিকিৎসক জানিয়েছেন, আলুভর্তা হিসেবে ফুলকপি ভর্তা খাওয়াতেন ট্রাম্পকে। মূলত ডোনাল্ড ট্রাম্পের ওজন কমিয়ে নিয়ে আসার জন্যই এ কাজ করা হতো। ডা. রনি জ্যাকসন বর্তমানে রিপাবলিকান সাংসদ।
ট্রাম্প ৭০ বছর বয়সে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। শুরু থেকেই তার মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠছিল। তবে জ্যাকসন বলেন, আমি একেবারে নিশ্চিত ছিলাম যে, কোনো ধরনের শারীরিক অসুস্থতা ছাড়াই মেয়াদ পূর্ণ করতে পারবেন ট্রাম্প।
তিনি আরো বলেন, যে ব্যক্তি ডায়েট মেনে খাবার খায় না, তার কিভাবে এতো সুস্থ থাকতে পারে, তা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। আসলে, এটা বংশীয় ব্যাপার। কিছু মানুষ অত্যন্ত উন্নতমানের জিন বহন করেন। ট্রাম্প যদি আরও ২০ বছর আগে থেকে স্বাস্থ্যকর খাবার নিয়ম মেনে খেতেন, তাহলে অন্তত ২০০ বছর বাঁচতেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


