জুমবাংলা ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) একটি সংরক্ষিত ওয়ার্ডের নাদিয়া নাসরিন নামে এক নারী কাউন্সিলর তার কার্যালয়ে ডেকে নিয়ে নিজ হাতে ১০০ জনের দেহে মডার্নার করোনা টিকা পুশ করার ঘটনায় জেলা স্বাস্থ্য বিভাগের গঠিত ৩ সদস্যের কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।
কমিটির তদন্তে ঘটনার সত্যতা মিলেছে বলে তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন।
এর আগে গত ৯ আগস্ট দুপুরে কুমিল্লা নগরীর গাংচর এলাকার হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকাকেন্দ্রে সরকার দলীয় স্থানীয় কিছু নেতাকর্মী প্রভাব খাটিয়ে শৃঙ্খলা ভঙ্গ করে তারা নিজেদের লোকদের আগে টিকা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের চাপ সৃষ্টি করেন। এতে সেখানে সারিবদ্ধভাবে থাকা টিকা গ্রহণে অপেক্ষমানদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে কথা হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে নগর কর্তৃপক্ষ সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এবং সংঘর্ষের আশঙ্কায় কেন্দ্রটিতে টিকা দেওয়ার কার্যক্রম বন্ধ করে দেয়।
এ সময় কুসিকের সংরক্ষিত ওয়ার্ডের (৪, ৫ ও ৬) নারী কাউন্সিলর নাদিয়া নাসরিন ওই টিকাকেন্দ্র থেকে বেশ কয়েকটি টিকার ভায়েল ও বেশ কিছু বিশেষ সিরিঞ্জ নিয়ে টিকাকেন্দ্রের অদূরে তার নিজের বাড়ির সামনের কার্যালয়ে চলে যান। এদিন সেখানে তিনি (কাউন্সিলর) নিজ হাতে টিকা গ্রহণে আগ্রহী ১০০ জনের মধ্যে করোনার টিকার (মডার্না) প্রথম ডোজ প্রয়োগ করেন। কাউন্সিলর কর্তৃক নিজ হাতে টিকা পুশ করার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
এ ঘটনার তদন্তের জন্য গত ১৩ আগস্ট বিকালে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন তাঁর কার্যালয়ের কো-অর্ডিনেটর ও মেডিক্যাল অফিসার ডা. হাসান মাহমুদ ইকবালকে প্রধান করে এবং কুমিল্লা সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. চন্দনা রানী দেবনাথ ও জেলা ইপিআই সুপারেনটেনডেন্ট আবু তাহেরকে সদস্য করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেন। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে জেলা সিভিল সার্জন বলেন, তদন্ত কমিটি বিকালে তাদের প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনটি বিধিমোতাবেক স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে, সেখান থেকে নির্দেশনা পেলে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।