জুমবাংলা ডেস্ক : করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারিত রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের সকল স্বাস্থ্যকর্মীদের প্রতি রাতের খাবারের দায়িত্ব নিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহসান হাবিব ভুঁইয়া।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ব্যারিস্টার আহসান হাবিব ভুঁইয়া বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বুধবার রাত থেকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ১০০ স্বাস্থ্যকর্মীর রাতের খাবার সরবরাহ শুরু করেছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সেবা অব্যাহত থাকবে।’
কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের খাবারের সংকটের বিষয়টি ফেসবুকে ভাইরাল হওয়ার পর তিনি এ দায়িত্ব নেন।
এর আগে বুধবার রাতে তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, ‘আজ রাত থেকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের সকল স্বাস্থ্যকর্মীদের প্রতি রাতের খাবারের দায়িত্ব নিলাম। সরকার ডাক্তারদের থাকা-খাওয়ার সুব্যবস্থা করে দিয়েছে। তবে নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর দুপুরের খাবারের ব্যবস্থা থাকলেও রাতের খাবার নিয়ে অনিশ্চিয়তা কাটেনি। তাই আপনাদের খাবার নিশ্চিত করলাম, আপনারা রোগীর সেবা নিশ্চিত করুন।’
করোনা প্রার্দুভাব দেখা যাওয়ার পর থেকেই রাজধানীতে কর্মহীন হয়ে পড়া মানুষ, দুস্থ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাবার বিতরণ করে আসছেন আহসান ভুঁইয়া। এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন তিনি।
তার এই উদ্যোগের প্রশংসা করে টকশো সঞ্চালক জিল্লুর রহমানের স্ত্রী ফাহমিদা হক লিখেছেন, ‘আহসান, টাকা থাকলেই সবাই মানুষের জন্য করতে পারে না। আসমানের মতো বড় একটা মন লাগে। তোমাকে যেদিন থেকে চিনি সেদিন থেকেই অনেক অনেক ভালোবাসি ব্রাদার। করোনার শুরু থেকে তুমি রাতদিন কাজ করে যাচ্ছ অসহায় মানুষদের জন্য, আজকে মনে হচ্ছে সত্যি সত্যি তুমিই আমাদের আদর্শ। কী বলে দোয়া করবো জানি না, চোখ ভিজে যায় কান্নায়।’
আরো শত শত মানুষ ফেসবুকে কমেন্ট করে তাকে এই কাজে উৎসাহ দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



