Advertisement
জুমবাংলা ডেস্ক : স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানায় শরিক হন, দলের কেন্দ্রীয় নেতাসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বিএনপি মহাসচিব বলেন, এই দুঃসময়ে একজন অকুতোভয় যোদ্ধাকে হারালো দল। বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় শফিউল বারী বাবুকে দাফন করা হবে।
গতকাল অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। প্রচন্ড শ্বাসকষ্ট থাকায়; নেয়া হয় আইসিইউতে। রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভোর চারটার দিকে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



