জুমবাংলা ডেস্ক : ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলতে শিক্ষার্থীদের সুনাগরিক হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, আমাদের সন্তানদের আরও চৌকস, মেধাবী, বুদ্ধিদীপ্ত ও ক্রীড়া অনুরাগী হিসেবে গড়ে তুলতে হবে। আমরা চাই, আমাদের সন্তানেরা শুধু শিক্ষায় নয়, ক্রীড়া-সংস্কৃতিসহ সব ক্ষেত্রেই এগিয়ে যাক। তারা নিজেদের স্মার্ট বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলবে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে পুরান ঢাকার বাংলাদেশ মাঠে আয়োজিত পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। এ সময় পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়কে অচিরেই একটি উচ্চ মানের বিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান মেয়র তাপস।
তাপস বলেন, পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয় একটি অবহেলিত বিদ্যালয় ছিল। এই বিদ্যালয়ে পাঠদানের কোনও অনুমতি ছিল না। আমরা পাঠদানের ব্যবস্থা করেছি। প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক নিয়োগের ব্যবস্থা করেছি। আমরা নিজস্ব জমিতে একটি চারতলা আধুনিক ভবন নির্মাণ করছি। এ বছর থেকে নবনির্মিত এই ভবনেই আমাদের শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে। পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয় অচিরেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একটি উচ্চমানের বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আমরা আশবাদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সোলায়মান সেলিম বলেন, আমাদের মেয়র যেখানে সম্পৃক্ত আছেন, সেখানে আমি আছি। পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে আর্থিক সহযোগিতাসহ যে কোনও প্রয়োজনে আমি সার্বিকভাবে সহযোগিতা করবো। আপনারা এমপিওভুক্ত হতে চাইলে তাতেও আমি সর্বোচ্চ আন্তরিকতা সঙ্গে সহযোগিতা করবো।
পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবু সাঈদ প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ আতাহার মিয়া প্রমুখ।
৭ দিন বঙ্গবন্ধু স্যাটেলাইটের কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।