বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গেমারদের জন্য স্পেশাল এডিশনের স্মার্টওয়াচ তৈরি করেছে গেমিং পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রেজার ও ওয়াচ মেকার ফসিল। লাস ভেগাসে অনুষ্ঠেয় কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২২-এ এটি উন্মোচন করা হয়। খবর গিজমোচায়না।
সিইএস ২০২২ ইভেন্টে প্রতিষ্ঠান দুটি রেজার এক্স ফসিল জেন ৬ স্মার্টওয়াচ উন্মুক্ত করে। এটি বিদ্যমান ওয়্যার ওএসের থিমভিত্তিক নতুন স্মার্টওয়াচ। এতে রেজারের সবুজ ও কালো রঙের স্ট্র্যাপের পাশাপাশি ক্রোমা, টেক্সট ও অ্যানালগ থিমের তিনটি ওয়াচ ফেস সফটওয়্যারে যুক্ত করে দেয়া হয়েছে।
ফসিলের জেন ৬ স্মার্টওয়াচটি ৪২ ও ৪৪ মিলিমিটার আকৃতিতে সরবরাহ করা হলেও রেজারের সঙ্গে নির্মিত স্মার্টওয়াচটি শুধু ৪৪ মিলিমিটার আকৃতিতে আনা হয়েছে। পাশাপাশি এতে কিছু ব্যতিক্রমী ইন্টারফেস উপাদান দেয়া হয়েছে। সফটওয়্যারের দিক থেকে স্মার্টওয়াচটিতে গুগলের ওয়্যার ওএস ২ ব্যবহার করা হয়েছে। সামনের বছর আপডেটের মাধ্যমে স্মার্টওয়াচে ওএস ৩ দেয়া হতে পারে বলে সূত্রে জানা গেছে।
প্রসেসর হিসেবে স্মার্টওয়াচটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ওয়্যার ৪১০০ প্লাস চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে জিপিএস, হার্ট রেট সেন্সর, ব্লাড অক্সিজেন মনিটরিং সেন্সর ও ব্লুটুথ ৫.০ এলই রয়েছে। স্মার্টওয়াচটিতে অ্যামাজনের অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যাবে। স্মার্টওয়াচটি খুবই সীমিত সময়ের জন্য বাজারে এনেছে প্রতিষ্ঠান দুটি। এর মূল্য ৩২৯ ডলার। ওয়াচটির ১ হাজার ৩৩৭ ইউনিট বিক্রি করা হবে বলেও সূত্রে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।